• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৫:৩৯:৩৭
প্রকাশের সময় :
মে ১৯, ২০২২,
৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ১৯, ২০২২,
৯:৫৫ অপরাহ্ন

৪১৬ বার দেখা হয়েছে ।

আমার ব্যাটিং নিয়ে আমি উদ্বিগ্ন নই, চিন্তিতও নই: মুমিনুল

আমার ব্যাটিং নিয়ে আমি উদ্বিগ্ন নই, চিন্তিতও নই: মুমিনুল

 

স্পোর্টস ডেস্ক

শেষ কিছু দিনে ব্যাটটা কথা বলছে না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের। দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। এর আগে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ আর নিউজিল্যান্ডের মাটিতে দুই সিরিজ মিলিয়ে ফিফটিই ছিল মোটে একটি।

সেই ব্যর্থতার বৃত্ত ছেড়ে এবারও বেরিয়ে আসতে পারেননি টাইগারদের টেস্ট দলপতি, চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যেখানে রান উঠেছে বেশ, সেখানে তিনি রান করতে পেরেছেন মোটে ২। তবে এতকিছুর পরেও নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই বলেই জানালেন মুমিনুল।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে তিনি জানান এই কথা। বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে আমি অতো উদ্বিগ্ন নই, চিন্তিতও নই।’

একই ধরনের প্রশ্ন অবশ্য তার দিকে ধেয়ে গিয়েছিল সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না ব্যাড প্যাচের (খারাপ সময়) মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্‌।’

নিজে খেললে জয়ের সম্ভাবনা বাড়বে, তা বিশ্বাস করেন না, এমনটাও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’

সেই কথারই যেন পুনরাবৃত্তি শোনা গেল আজ সংবাদ সম্মেলনে। বললেন, ‘একটা দলে তো ১১ জনের পারফর্ম করা কঠিন তাই না। ১১ জন যদি একশ করে তাহলে তো রান ১১০০ হবে। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই তো এরকম। হয় দুজন পারফর্ম করবে বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। এটা বড় কোনো বিষয় নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *