• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ১৯:৫১:১০
প্রকাশের সময় :
এপ্রিল ১৩, ২০২২,
১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৩, ২০২২,
১১:৫৩ অপরাহ্ন

৩৯৬ বার দেখা হয়েছে ।

চাকরি দেয়ার নামে প্রতারণা ভুয়া সেনা সদস্য গ্রেফতার

চাকরি দেয়ার নামে প্রতারণা ভুয়া সেনা সদস্য গ্রেফতার

চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক অবসর প্রাপ্ত ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর সদস্যরা। গত সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির দক্ষিণখান থানাধীন সায়দাবাদ টিআইসি কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কামাল হোসেন কাঞ্চন নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতারক চক্রের সদস্যরা নিজেদেরকে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং উপরের মহলে তাদের সেনা বাহিনীর অফিসার পরিচিত আছে মর্মে দাবী করে। সেই সুবাদে প্রতারক চক্র কামাল হোসেন কাঞ্চনের ছোট রফিকুল ইসলমকে সেনা বাহিনীর বেসামরিক অফিস সহকারী পদে চাকুরী দেয়ার প্রস্তাব করে।
কামাল হোসেন কাঞ্চন প্রতারক চক্রের ফাদে পড়ে যায়। সেই লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সকালে জেলার ভেলানগর মেজবান হোটেলে বসে সাক্ষীদের উপস্থিতিতে নগদ আট লাখ টাকা প্রদান করেন। প্রতারক চক্রটি পরবর্তীতে রফিকুল ইসলামকে ঢাকার ফকিরাপুলস্থ পানির ট্র্যাংকির নিচে একটি অফিসে নিয়ে যায়।

 

উক্ত অফিসে প্রতারক চক্রের অপর সদস্য রহিম (৪৫) ও ফারুক (৪৭) সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে রফিকুল ইসলামের কাগজ পত্র দেখেন। এর কিছুদিন পর প্রতারক চক্রের মূল নায়ক আবুল হোসেন ও সহযোগী রুহুল আমিন রফিকুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অফিস সহকারী পদের ভর্তির একটি চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করে। পরবর্তীতে ভূক্তভোগী কামাল হোসেন তার ভাই রফিকুল ইসলোমকে নিয়ে নিয়োগপত্রের বৈধতা যাচাই করতে ঢাকা সিএমএস এ যোগাযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *