• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ১৮:৩২:৩৫
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫৭ পূর্বাহ্ন

৩৯৬ বার দেখা হয়েছে ।

ছবি পোস্ট করে ট্রলের শিকার ‘দেহ ব্যবসায়ী’ মিথিলা

ছবি পোস্ট করে ট্রলের শিকার ‘দেহ ব্যবসায়ী’ মিথিলা

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ের সুবাদে কলকাতায় বেশি থাকা হচ্ছে রাফিয়াথ রশিদ মিথিলার। এরইমধ্যে টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। ‘মন্টু পাইলট’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন তিনি। যেখানে একজন দেহ ব্যবসায়ীর চরিত্র রূপদান করবেন খ্যাতিনামা এই অভিনেত্রী।

 

সম্প্রতি সানন্দা সাময়িকীর জন্য মডেলিং করেছেন মিথিলা। তার কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করতেই ট্রলের শিকার হয়েছেন তিনি। তবে এসব ট্রলের জবাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

আগামী ২৭ ফেব্রুয়ারি টলিউডে মুক্তি পাবে মিথিলার ‘আয় খুকু আয়’ ছবিটি। এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিথিলার ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ও খুব শীঘ্র প্রচারিত হবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সৌরভ দাস। টলিউডের পরিচালক কমলেশ্বর মুখার্জীর ‘মায়া’ ছবিতেও দেখা যাবে মিথিলাকে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *