• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৫:২২:৫৭
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
২:১৭ অপরাহ্ন

৩৮৬ বার দেখা হয়েছে ।

দেশের সুবর্ণজয়ন্তীতে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান

দেশের সুবর্ণজয়ন্তীতে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি// 
বাংলাদেশের সূবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

স্থানীয় একটি সামাজিক ও সেবামূলক সংগঠন শ্রীমঙ্গল সোসাইটি’র উদ্যোগে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের মুসলিমবাগ এলাকায় অবস্থিত মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন মুক্তিযোদ্ধাকে জীবিত ও মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল সোসাইটি’র সভাপতি এডভোকেট অনিরুদ্ধ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী, কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, মডেল একাডেমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পরাগ বারই, আব্দুল মান্নান, রফিক মিয়া, সুনীল সরকার সহ আরো অনেককের পরিবারের হাতে জীবিত ও মরনোত্তর সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

শ্রীমঙ্গল সোসাইটি’র সাধারণ সম্পাদক অনুজকান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. নাজমুল হাছান, সাংবাদিক পিন্টু দেবনাথ, সার্ভেয়ার মুহিবুর রহমান মোস্তফা, বিপুল সিংহ, ভূবন সিংহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *