• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৫:৪২:৪৮
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
২:১৮ অপরাহ্ন

৩৮৬ বার দেখা হয়েছে ।

পিরোজপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মোজাম্মেল হক

পিরোজপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মোজাম্মেল হক

ভাণ্ডারিয়া প্রতিনিধি// 
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন ও মুক্তিযোদ্ধা ও সূধী জনের সাথে মতবিনিময় সভা করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক।

আজ সোমবার বেলা ১১ টায় ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও সূধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহাজার, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আ.লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক বলেন, সফল রাস্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশ আজ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, স্বাস্থ্য সকল বিষয়ে উন্নয়নের এক বিরল নজীর রেখে চলেছে। পৃথিবীতে কোনও দেশ এভাবে পারেনি একমাত্র বাংলাদেশ ছাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *