• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ১৯:৩৮:৪৯
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫১ পূর্বাহ্ন

৪১৯ বার দেখা হয়েছে ।

প্রথমবার ভয়ের ছবিতে শ্রাবন্তী

প্রথমবার ভয়ের ছবিতে শ্রাবন্তী

আবারও বিয়ের পিঁড়িতে বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। আর এবার সাতে পাঁকে তিনি বাধা পড়েছেন নায়ক ওম সাহানির সঙ্গে।

তবে এই বিয়ে বাস্তবে নয়, ঘটেছে পর্দায়। আর সেই ছবির প্রথম পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শ্রাবন্তী। তবে তার সেই ছবি নিয়েই চলছে দারুণ আলোচনা।

 

ছবিতে দুজনের মুখে হাসির বদলে ভয়ের ছাপ। তার উপর শ্রাবন্তীর মুখে রক্তের ছিঁটে! পেছন থেকে আবার কার যেন হাত জড়িয়ে রেখেছে অভিনেত্রীকে।

আসলে ওম-শ্রাবন্তীর আগামী সিনেম ‘ভয় পেও না’ এর প্রথম পোস্টার এটি। ছবিতে প্রথমবার ওমের সঙ্গে জুটি বেঁধেছেন চলেছেন শ্রাবন্তী। হরর ঘরানার ছবিতে দেখা যাবে দুজনকে।

 

সেই ছবিরই প্রথম পোস্টার প্রকাশ‍্যে আনলেন অভিনেত্রী। কাশ্মীরে শুটিংয়ের ছবি এবং  ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওম-শ্রাবন্তীর বিয়ের দৃশ‍্যের শুটিংও ছড়িয়ে পড়েছিল নেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *