• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৭:২৭:০১
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৮:০১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৮:০১ পূর্বাহ্ন

৩৯৮ বার দেখা হয়েছে ।

‘মাসুদ ভালো হয়ে যাও’

‘মাসুদ ভালো হয়ে যাও’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিরপুরের বিআরটিএতে মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও।’ পরবর্তীতে সেই লাইনটি সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমের বহুল আলোচিত-‘মাসুদ ভালো হয়ে যাও’ সংলাপটি এবার নাটকের নাম হয়ে দর্শকের সামনে আসছে।

 

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। তার বিপরীতে রয়েছেন নাদিয়া আফরিন মিম।

জানা যায়, নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ বিখ্যাত সে। তার একটা গ্যাংও আছে তার। পেশায় সে বাইকার। এক সময় প্রেমে পড়ে নাদিয়া আফরিন মিমের। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।

পরিচালক জানান, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে এই নাটকে।’

আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি। আর তখনি জানা যাবে প্রেমিকাকে পেয়ে এই মাসুদ শেষ পর্যন্ত ভালো হয় যায় কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *