• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ১৮:৩১:৩০
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৮:৫১ পূর্বাহ্ন

৪২৭ বার দেখা হয়েছে ।

যেসব গাছ ঘরে রাখলে ফুসফুসের উপকার হয়

যেসব গাছ ঘরে রাখলে ফুসফুসের উপকার হয়

গাছ কেটে ফেলার জন্য পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় দূষণের মাত্রা তীব্রভাবে বাড়ছে। ঘরের ভেতরেও সেই দূষণ থেকে মুক্তি নেই। এই অবস্থায় নিজেদের ঘরের ভেতরেই খুঁজে নিতে পারি সমাধানের রাস্তা।

 

ঘরে এমন কয়েকটি গাছ এনে রাখতেই পারি, যেগুলো কমিয়ে দেবে দূষণের মাত্রা। খুব পরিচিত না হলেও, আমাদের আশপাশে এমন অনেক গাছ আছে, যা ঘরের পরিবেশকে দূষণমুক্ত করে তোলে।

জেনে নিন, যেসব গাছ ঘরের বাতাসকে শুদ্ধ করতে পারে-

তুলসী: তুলসী গাছ অত্যন্ত উপকারি। তুলসী পাতার গুণ তো অনেকেই জানেন। কিন্তু তুলসী গাছ যে ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে পারে, তা ক’জন জানেন! তাছাড়া বাড়িতে পোষ্য বা শিশু থাকলেও এই গাছ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ।

 

পিস লিলি বা স্প্যাথিফাইলাম: নামে লিলি হলেও, এটি লিলি নয়। এর রং সাদা, তাই একে পিস লিলি বলা হয়। অনেকে এটিকে স্প্যাথিফাইলাম নামেও ডাকেন। এই গাছও ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে পারে। নাসা বায়ু পরিশুদ্ধকারী গাছের একটি তালিকা প্রকাশ হয়েছিল। তার মধ্যে রয়েছে এই গাছটি। তবে বাড়িত পোষ্য থাকলে সাবধান। এই গাছের পাতা মুখে গেলে, তাদের পেটের গণ্ডগোল হতে পারে।

মানি প্ল্যান্ট বা পয়জন আইভি: এই গাছটি অতি পরিচিত। এর মধ্যেও এমন কিছু গুণ রয়েছে, যা ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *