• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৭:০৪:২৪
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৩:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৩:০২ অপরাহ্ন

৩৯০ বার দেখা হয়েছে ।

রাজধানীর মেরুল বাড্ডায় আগুন

রাজধানীর মেরুল বাড্ডায় আগুন

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি চাইনিজ ডরমেটরির ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা থেকে রওনা হয়। কিন্তু সর্বশেষ সোয়া সাতটা পর্যন্ত দুটি ইউনিট গাড়ি নিয়ে পৌঁছাতে পারেনি। পরে পুলিশের তৎপরতায় অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

স্থানীয় সূত্র বলছে, আগুন লাগার আধা ঘণ্টার বেশি সময় পর ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম।

ইউএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *