• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ১৯:৩৮:৩৩
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
১১:৩২ পূর্বাহ্ন

৪৩৭ বার দেখা হয়েছে ।

লস এঞ্জেলেসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

লস এঞ্জেলেসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোস্তাফিজ ভূঁইয়া (৫৪) কাজ শেষে ভার্মন্ট শেল গ্যাস স্টেশন থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় সিডার সাইনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু বরণ করেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এখবর জানিয়েছে।

নিহত মোস্তাফিজ ভূঁইয়া লস এঞ্জেলেসের ব্যবসায়ী মিজান ভূঁইয়ার ছোট ভাই। তাদের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি ২০১০ সালে অভিবাসী হয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর ভাই মিজানের ভার্মন্ট শেল গ্যাস স্টেশন কাজ করছিলেন। নিহত মোস্তাফিজের স্ত্রী ও কলেজ পডুয়া একটি কন্যা সন্তান রয়েছে।

মোস্তাফিজ ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর ও সেক্রেটারি আব্দুল মান্নান। নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুর খবরে লস এঞ্জেলেসসহ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *