• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৬:০৮:১০
প্রকাশের সময় :
মে ১৯, ২০২২,
৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ১৯, ২০২২,
৫:২৬ অপরাহ্ন

৩৯০ বার দেখা হয়েছে ।

‘শিমু’র বিশেষ প্রদর্শনী

‘শিমু’র বিশেষ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

পোশাক শিল্পে জেন্ডারভিত্তিক সমতা এবং নারী শ্রমিকের ওপর সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও নারীপক্ষের সম্মিলিত উদ্যোগে ২০১৭ সাল থেকে কাজ করছে ‘সজাগ’ কোয়ালিশন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ২০ ও ২৭ মে, রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘শিমু’ ও পথনাটক ‘অধিকার’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে তারা।

দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের সিনেমা ‘শিমু’ আগামীকাল (২০ মে) বিকেল ৪টা প্রদর্শিত হবে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটি (বিসিডাব্লিউ এস) এর কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এছাড়া ২৭ মে শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে সিনেমাটি।

শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘শিমু’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ১১ মার্চ মুক্তি পায় সিনেমাটি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *