• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ১৬:০৩:৪০
প্রকাশের সময় :
মে ১৯, ২০২২,
৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ১৯, ২০২২,
৮:৪৮ অপরাহ্ন

৩৮৪ বার দেখা হয়েছে ।

সরকারিভাবেই সিলেটের বন্যার্তদের সহায়তা দিতে হবে : জিএম কাদের

সরকারিভাবেই সিলেটের বন্যার্তদের সহায়তা দিতে হবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের। তিনি বলেছেন, টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। বন্যার্তদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, প্রায় সপ্তাহব্যাপী বন্যায় সিলেটের পানিবন্দি মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। ইতোমধ্যে অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায়, এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে।

তাই বন্যার্তদের প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *