
ভারতে হিজাবপরা এক কিশোরী র্যাপারের গানে মজেছেন নেটিজেনরা। মুম্বাইয়ের দরিদ্র পরিবারের ওই কিশোরীর গানে জীবনের নানা দুঃখ-কষ্টের গল্প উঠে এসেছে।
কিশোরীর গাওয়া গান যেন বাস্তবে মিশে গেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গলি গার্ল এখন ভাইরাল।
কিছুদিন আগেই মোদি-যোগীদের উগ্রবাদে হিজাবকাণ্ডে সরগরম হয় গোটা ভারত। যাতে পড়াশোনাই বন্ধ হয়ে যায় অনেক মুসলিম মেয়ের। আর এবার সেই ভারতেই হিজাব পরা র্যাপার মুম্বাইয়ের সানিয়া মিস্ত্রিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সানিয়ার বাবা একজন অটোরিকশা চালক। আর মা অন্যের বাসায় কাজ করেন।
জানা গেছে, গত ৩ বছর ধরে মায়ের মোবাইল ফোন দিয়ে র্যাপ গান করছেন ১৫ বছরের এই কিশোরী। সম্প্রতি যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।